প্রসেসর কোর কি ?

 যখনই আপনি প্রসেসর কি সেটা দেখতে যাবেন,তখন এটা জানাতে পারবেন প্রসেসর কত কোরের যথা ডুয়াল কোর dual core বা quad core এই কথাটি লেখা থাকে। তাহলে চলুন একটু প্রসারের কোর কি সেটা দেখি নিই। কোর(core) সাধারণত প্রসেসারের স্পিড বা ক্ষমতা কে বর্ণনা করে,যদি প্রসেসর সিঙ্গেল কোর হয় তাহলে বেশি টাস্ক বা কাজ করতে পারবে না,কম্পিউটার হ্যাংক করে যাবে। কিন্তু,বর্তমানে কম্পিউটরে বা মোবাইল কোর, কোর, কোর, কোর বা তার বেশি কোরের প্রসেসর থাকে।তার ফলে, এখনকার মোবাইল বা কম্পিউটার অনেক শক্তিশালী আগের থেকে,কেননা আগে সিঙ্গেল কোর প্রসেসর ব্যবহার করা হতো,কিন্তু এখন কোর, কোর, কোর বা তার বেশি করের প্রসেসর ব্যবহার করা হয়।

 

 

প্রসেসর প্রকারভেদ (multi-core processor)

ডুয়াল কোর প্রসেসর (dual core processor) – মানে এই প্রসেসরে টি কোর আছে।

কোয়াড কোর প্রসেসর (quad core processor) – মানে এই প্রসেসরে টি কোর আছে।

হেক্সা কোর প্রসেসর (hexa core processor)– মানে এই প্রসেসরে 6 টি কোর আছে।

অক্টা কোর প্রসেসর (Octa-core processor) – মানে এই প্রসেসরে টি কোর আছে।

ডেকা কোর প্রসেসর (Deca core processor) – মানে এই প্রসেসরে ১০ টি কোর আছে।

 

 প্রসেসর এর সকেট অনুসারে আবার প্রসেসর দুই ধরণের।

 

১। LGA (land grid array)                                                          ২। PGA (pin grid array)



 


Post a Comment

Previous Post Next Post