কম্পিউটারের প্রসেসর কোর কী?

আমরা জানি কম্পিউটারের প্রাণ হলো এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সংক্ষেপে সিপিইউ। প্রসেসর একটি চিপ যা আমাদের দেয়া ইন্সট্রাকশন সম্পাদন করতে পারে। আরও সহজ ভাষায় বলতে গেলে আপনি যখন কোন একটি ব্রাউজার বা প্রোগ্রাম ওপেন করেন তখন সেই কাজ সম্পন্ন করার জন্য কিছু হিসাব নিকাশের প্রয়োজন হয় যা করে আমাদের এই প্রসেসর। মানবদেহে যেমন মস্তিষ্ক তেমনি কম্পিউটারে রয়েছে প্রসেসর। একটি সহজ উদাহরণ দ্বারা বিষয়টা ব্যাখ্যা করা যাক। ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনার নাম কি। আপনি আপনার কান দিয়ে কথাটা শুনবেন। সেই কথা আপনার মস্তিষ্ক প্রসেস করবে এবং উত্তর পাঠিয়ে দিবে আপনার মুখে। তখন আপনি মুখ দিয়ে আপনার নাম বলবেন। ঠিক তেমনি কিবোর্ড, মাউস ঠেকে আসা বিভিন্ন রকম ইনপুট প্রসেস করবে প্রসেসর এবং তার রেসাল্ট আমরা দেখতে পারবো আমাদের স্ক্রিনে। তাই প্রসেসর কে বলতে পারেন কম্পিউটারের মস্তিষ্ক।




প্রসেসর কোথায় থাকে?

প্রসেসর এর বিভিন্ন অংশ এসব অংশের কাজ জানার আগে কম্পিউটারের/ফোনের কোন হার্ডওয়্যারটিকে প্রসেসর বলা হচ্ছে সেটিও জানা জরুরি। কম্পিউটার এর প্রসেসর সাধারণত মাদারবোর্ডে থাকে।

Post a Comment

Previous Post Next Post