পাওয়ার সাপ্লাই কি?

 যেকোন ধরনের ইলেকট্রনিক ডিভাইস চলার জন্য সেখানে পাওয়ারের প্রয়োজন হয়। সেই পাওয়ারটা হচ্ছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। ঠিক তেমনই কম্পিউটার সচল রাখতে পাওয়ার প্রয়োজন হয়। আর সেই পাওয়ার নিরবচ্ছিন্ন ভাবে প্রদান করতে থাকতে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই কম্পিউটারের প্রতিটা যন্ত্রাংশে সঠিক ভাবে পাওয়ার সাপ্লাই করে যায়। এটা যদি সঠিক ভাবে পাওয়ার সাপ্লাই না করতে পারে, তাহলে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। যেমনঃ অটো রিস্টার্ট হওয়া, হ্যাং করা, স্লো হয়ে যাওয়া সহ আর নানাবিধ। তাই এটা কম্পিউটারের জন্য খুবই জরুরি একটা অংশ। পাওয়ার সাপ্লাইকে ইংরেজিতে Power Supply Unit বা PSU বলা হয়ে থাকে।

পাওয়ার সাপ্লাই এর কাজ কি?

এবার আমরা জানবো পাওয়ার সাপ্লাইয়ের কাজ গুলো কি কি। সাধারণভাবে আমরা জানি পাওয়ার সাপ্লাই এর মূল কাজ হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া। কিন্তু এটা ছাড়াও পাওয়ার সাপ্লাইয়ের আরো কিছু কাজ রয়েছে। আসুন সেগুলো জেনে নেয়া যাকঃ

১। ইনভার্টারঃ

ইনভার্টার হচ্ছে পাওয়ার সাপ্লাই এর প্রথম স্টেপ, এই স্টেপের মধ্যে সাধারণত ডিসি কারেন্ট কে এসি কারেন্টে রূপান্তর করা হয়। এই কাজটা যে পাওয়ার সাপ্লাই অনেক ইফিসিয়েন্সির সাথে করে থাকে সেই পাওয়ার সাপ্লাই মূলত ভালো কোয়ালিটির।

২। ভোল্টেজ কনভার্টারঃ

আপনার বোর্ডের যখন প্রয়োজনের তুলনায় বেশি কিংবা কম থাকে তখন সে ভোল্টেজকে কনভার্ট কিংবা রেক্টিফাই করে সেটা কে সঠিকভাবে কম্পিউটারের প্রধান করার দায়িত্ব হচ্ছে ভোল্টেজ কনভার্টারের।

৩। আউটপুট রেগুলেটরঃ



অনেকগুলা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর দিয়ে পরিপূর্ণ এই অংশ মূলত রেকটিফায়ার আউটপুটকে স্মুথ করার কাজ করে থাকে।

কোন পাওয়ার সাপ্লাই ভালো?

পাওয়ার সাপ্লাই কোনটা ভালো, সেটা বলার আগে এটুকু বলে নেওয়া উচিত যেঃ আমাদের কখনোই ব্র্যান্ডেড পাওয়ার সাপ্লাই ছাড়া অন্য কোন পাওয়ার সাপ্লাই ব্যবহার করা কোন ভাবেই উচিত না।

Post a Comment

Previous Post Next Post