প্রসেসারের স্পিড GHz দ্বারা মাপা হয় যেমন, তরল পদার্থ দুধ,জল লিটার দ্বারা এবং চাল,ডাল কে কিলোগ্রাম এবং দূরত্ব কে কিলোমিটার দ্বারা মাপা হয় সেই ভাবে-
প্রসেসর কে gigahertz দ্বারা মাপা। একটি প্রসেসরে যতগুলি কোর থাকবে ওর ক্ষমতা বা স্পিড তত gigahertz থাকে।কম্পিউটার বা মোবাইলের মধ্যে যে প্রসেসর থাকে সেটি যত বেশি কোর এবং যত বেশি GHz এ রান করবে কম্পিউটার বা মোবাইল তত বেশি কাজ করতে পারবে,মানে কম্পিউটার বা মোবাইল তত বেশি পাওয়ারফুল,শক্তিশালী হবে।
এই জন্য সবই Multi-core processor এবং বেশি GHz এর প্রসেসরের মোবাইল বা ল্যাপটপ খোজ করে।
প্রসেসর প্রস্তুতকারক
প্রসেসর অনেক গুলো কোম্পানি manufacturer করে,তবে নিচে সবথেকে জনপ্রিয় কোম্পানি গুলোর নাম বলে দিচ্ছি।
Intel (ইন্টেল)
AMD (এমডি)
Qualcomm (কোয়ালকম)
samsung (স্যামসাং)
Mediatek (মিডিয়াটেক)
IBM (আইবিএম)
Huawei(হুয়াওয়ে)
Nvidia(এনভিডিয়া)
এখানে ইন্টেল ও এমডি কম্পিউটারের সিপিইউ তৈরী করে,কেননা এদের টেকনোলজি অনেক এডভান্স ও আধুনিক।অপরদিকে Qualcomm অন্যান্য কোম্পানি মোবাইল,ট্যাবলেট ও অন্যান্য গ্যাজেটের প্রসেসর manufacturers করে।